Nitol Paaye Lyrics In Bengali | নিটোল পায়ে লিরিক্স – ইমরান, ফুয়াদ

Nitol Paaye Lyrics In Bengali

নিটোল পায়ে লিরিক্স – ইমরান, ফুয়াদ

নিটোল পায়ে লিরিক্স

নিটোল পায়ে রিনিক ঝিনিক,
পায়েলখানি বাজে,
মাদল বাজে সেই সংকেতে,
শ্যামা মেয়ে নাচে।।
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক ঝিনিক।
চাঁদের আলোয় কালো কাকা
নাচের তালে দোলে রে আহা মরি
ঢলে ঢলে দোলে
যেন সাদা মেঘের কোলে
কালো তড়িৎ খেলেরে খেলে ঐ
কি কৌতুকে খেলে
ঝলক ভরা দামিনী সে যে
ঝিলিক মারে হেসে
নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক ঝিনিক।
কালো মেয়ের চপল বুকে
সভ্রম নিঃশ্বাস নাচেরে তারি তালে
বুকের মালা নাচে
থরে থরে ঝুমকা জবা
কবরীতে রাজে রে রাজে ঐ
রঙে রঙে রাজে
শ্যামল বনভূমি শিহরে ঐ
শ্যামার পরশে
নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক ঝিনিক।
নদীর ভরা দুই নয়নে
নাচের তুফান জাগেরে বুঝি তাই
প্রেমের সারা জাগে
হঠাৎ ফেরি আঘাত হেনে
কালো নয়ন ডাকে রে মোরে ঐ
ইশারাতে ডাকে
ঘায়েল হয়ে ফিরি আমি ঐ
নয়নের তিয়াসে
নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক ঝিনিক।
কথা ও সুর মীরা দেব বর্মণ
শিল্পী-শচীন দেব বর্মণ
……………………………………………………………

Nitol Paaye Lyrics

Nitol paye rinik jhinik
Payel khani baje
Madol baje sei sonkete
Shyama meye nache-x2
Pagol para chader alo
Nacher tale meshe
Nitol paye rinik jhinik
Chader aloe kalo kaka
Nacher tale dole re aha mori
Dhole dhole dole
Jeno sada megher kole
Kalo torit khele re khele oi
Ki Koutuke khele
Jholok bhora damini se je
Jhilik mare hese
Nitol paye rinik jhinik
Payel khani baje
Pagol para chader alo
Nacher tale meshe
Nitol paye rinik jhinik
Kalo meyer chopol buke
Shobhrom nishswas
Nache re tale tale
Buker mala nache
Jhore pore jhumka joba
Kobori te raje re raje oi
Ronge ronge raje
Shyama bono bhumi shihore oi
Shyamar o poroshe
Nitol paye rinik jhinik
Payel khani baje
Pagol para chader alo
Nacher tale meshe
Nitol paye rinik jhinik
Nodeer bhora dui noyone
Nacher tufan jage re bujhi tai
Premer sara jage
Hothaat feri aghat hene
Kalo noyon dake re more oi
Isharate dake
Ghayel hoye phiri ami oi
Noyoner Tiase
Nitol paye rinik jhinik
Payel khani baje
Madol baje sei sonkete
Shyama meye nache
Pagol para chader alo
Nacher tale meshe
Nitol paye rinik jhinik

 

 

 

নিটোল পায়ে লিরিক্স – ইমরান, ফুয়াদ

মন ভাবে তারে, এই মেঘলা দিনে

শীতল কুয়াশাতে, তার স্পর্শে।

মন ভাবে তারে, এই মেঘলা দিনে

শীতল কুয়াশাতে, তার স্পর্শে,

তার রুমঝুম নুপুরের সাজে

বাতাসে যেন মৃদু সুবাসে,

নিটোল পায়ে রিনিক ঝিনিক

পায়েল খানি বাজে,

মাদল বাজে সেই সঙ্গেতে

শ্যামা মেয়ে নাচে।।

চাঁদের অধর যেন

তোমার হাসির মাঝে,

সোনালী আবেশ কবে, সাগর ধারে

হৃদয়ের মাঝে কবে, বেঁধেছিলে বাঁধন

ভালোবাসা তবে কেন,

মনের অগোচরে..

তুমি কি আমায় বন্ধু

আজ কেন বোঝোনি,

তুমি কি আমায় বন্ধু

কেন ভালোবাসোনি।

তার রুমঝুম নুপুরের সাজে

বাতাসে যেন মৃদু সুবাসে,

নিটোল পায়ে রিনিক ঝিনিক

পায়েল খানি বাজে,

মাদল বাজে সেই সঙ্গেতে

শ্যামা মেয়ে নাচে।।

 

Check Also

লালন সাইজি

তিন ইঞ্চি নদীতে পড়ে Lyrics | Tin Inchi Nodite Pore Lyrics

তিন ইঞ্চি নদীতে পড়ে Lyrics Tin Inchi Nodite Pore Lyrics তিন ইঞ্চি নদীতে পড়েTin Inchi …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *