তুমি আর নেই সে তুমি | Tumi Aar Nei Se Tumi Lyrics

শিরোনামঃ তুমি আর নেই সে তুমি
কথাঃ রবি গুহ মজুমদার
কন্ঠঃ শচীন দেব বর্মন
তুমি আর নেই সে তুমি Song: Tumi Aar Nei Se Tumi Song: তুমি আর নেই সে তুমি Artiste : S.D.Burman Music Director : S.D.Burman Lyricist : Robi Guha Mazumder
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়
জানি না
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে(২)
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়
জানি না
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
তোমার সাপেরও বেণী দোলেনা
দোলে না হাওয়ার বাঁশী শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরো গর্জনে(২)
গুনগুন গুনগুন করো না অসময়
গুনগুন
গুনগুন গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়
জানি না
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *