বসে বসে ভাবি আমি সারাদিন | Bose Bose Bhabi Ami Saradin Lyrics | Bandhan

Bose Bose Bhabi | Bandhan | Jeet | Koel | Raghav Chatterjee | Shreya Ghoshal | Jeet Gannguli
শিল্পীঃ রাঘব চট্টোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল
Song Name: Bose Bose Bhabi
বসে বসে ভাবি আমি সারাদিন Film: Bandhan Singer: Raghav Chatterjee, Shreya Ghoshal Music Director: Jeet Gannguli Lyricist: Gautam Sushmit Music Label: SVF Music
বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তেমার এই ঋণ
এ মনের ঘরে কবে ধীরে ধীরে
ফিরিয়ে দিলে আবার হারানেো সেই দিন
দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ
মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ
ও কত সৃতি মনে আসে ক্ষণে ক্ষণ
ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন।
বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তেমার এই ঋণ
এইতো কদিন আগেও ছিলে তুমি অচেনা
আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না
ও আজ আমার চোখে একি নেশা লাগে..
আজ আমার চোখে একি নেশা লাগে
করলে আমায় তুমি কতনা রঙ্গিন৷
বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তেমার এই ঋণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *