কখনো জানতে চেওনা | সাইফ | Kokhono Jante Cheona | Saif

কখনো জানতে চেওনা | সাইফ
Kokhono Jante Cheona | Saif
কখনো জানতে চেওনা
কী আমার সুখ, কী আমার বেদনা
তুমি কখনো দাওনি মালা
…কেন দাও কাঁটার জ্বালা
ঢেউ গুনি তীরে বসে বসে আমি
আজ স্মৃতির ঘাটে একেলা
তুমি কখনো রোদেলা নীলাকাশ হয়ে যাও
কখনো শ্রাবণ মেঘলা
কখনো জানতে চেওনা
কি আমার সুখ, কি আমার বেদনা
আজো শুনি দুর থেকে ভেসে আসে
কোন অচিন দ্বীপের কান্না
যেন উদাসী বাতাসে তার সুর ভেসে যায়
পাওয়া না পাওয়ার মোহনায়
কখনো জানতে চেওনা
কি আমর সুখ, কি আমার বেদনা
কখনো জানতে চেওনা সাইফ Kokhono Jante Cheona Saif

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *