রাত নামে দু’চোখে ঘুম জড়ায় Lyrics | Raat Name Du Chokhe Lyrics

রাত নামে দু’চোখে ঘুম জড়ায় Lyrics | Raat Name Du Chokhe Lyrics

রাত নামে দু’চোখে ঘুম
ছবি-রাজু আঙ্কেল
শিল্পী-সোনু নিগম

রাত নামে দু’চোখে ঘুম জড়ায় Lyrics

রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী নীল পরীর কল্পনায়।।
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী নীল পরীর কল্পনায়।

জোনাকী জ্বলে আর নিভে যায়
রাত পাখি আঁধারে ডেকে যায়
প্রহরে প্রহরে আকাশে ঐ দূরে
জাগেরে তারারা কি আশায়।।
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।

সেই আশায় দিন আমার কেটে যায়
ফুটবে যে কবে ফুল ভরষায় উ।।
সুখেরি সেই দিন আসবে যে একদিন
দিন গোনে মন যে তাই আলো ছায়ায়।।
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী নীল পরীর কল্পনায়।
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী নীল পরীর কল্পনায়।

রাত নামে দু’চোখে
Raat Name Du Chokhe
ছায়াছবি: রাজু আঙ্কেল (২০০৪)
সংগীত: অশোক রাজ
শিল্পী: সনু নিগম

Raat Name Du Chokhe Lyrics

[রাত নামে দু’চোখে ঘুম জড়ায়,
লাল পরী,নীল পরীর কল্পনায়]-২
স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী,নীল পরীর কল্পনায়।
জোনাকি জ্বলে আর নিভে যায়
রাত পাখি আঁধারে ডেকে যায়
প্রহরে প্রহরে আকাশে ঐ দূরে
[জাগেরে তারারা কী আশায় ?]-২
স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
[সেই আশায় দিন আমার কেটে যায়,
ফুটবে যে কবে ফুল ভরসায়]-২
সুখেরই সেই দিন আসবে যে একদিন
[দিন গোনে মন যে তাই আলো ছায়ায়]-২
স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী,নীল পরীর কল্পনায়
স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী,নীল পরীর কল্পনায়।
Share on

1 thought on “রাত নামে দু’চোখে ঘুম জড়ায় Lyrics | Raat Name Du Chokhe Lyrics

  1. রাত নামে দূ চোখে ঘুম জড়ায়
    লাল পরী নীল পরীর কল্পনায়

    রাত নামে দূ চোখে ঘুম জড়ায়
    লাল পরী নীল পরীর কল্পনায়

    স্বপ্নেরি দেশেতে চলো যাই একসাথে
    যেখানে চাঁদ মামা গান শোনায়

    রাত নামে দূ চোখে ঘুম জড়ায়
    লাল পরী নীল পরীর কল্পনায়

    Uplod By Mehedi_LB_SRV

    জোনাকী জ্বলে আর নিভে যায়
    রাত পাখি আঁধারে ডেকে যায়
    প্রহরে প্রহরে আকাশে ঐ দূরে
    জাগেরে তারারা কি আশায়

    জাগেরে তারারা কি আশায়

    স্বপ্নেরি দেশেতে চলো যাই একসাথে
    যেখানে চাঁদ মামা গান শোনায়

    Uplod By Mehedi_LB_SRV

    সেই আশায় দিন আমার কেটে যায়
    ফুটবে যে কবে ফুল ভরষায়

    সেই আশায় দিন আমার কেটে যায়
    ফুটবে যে কবে ফুল ভরষায়

    সুখেরি সেই দিন আসবে যে একদিন
    দিন গোনে মন যে তাই আলো ছায়ায়

    দিন গোনে মন যে তাই আলো ছায়ায়

    স্বপ্নেরি দেশেতে চলো যাই একসাথে
    যেখানে চাঁদ মামা গান শোনায়

    রাত নামে দূ চোখে ঘুম জড়ায়
    লাল পরী নীল পরীর কল্পনায়

    স্বপ্নেরি দেশেতে চলো যাই একসাথে
    যেখানে চাঁদ মামা গান শোনায়

    রাত নামে দূ চোখে ঘুম জড়ায়
    লাল পরী নীল পরীর কল্পনায়

    Uplod By Mehedi_LB_SRV

    Report this content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *