খুঁজে খুঁজে ফিরি সরানের ধারে | কেষ্টা গরু চরায় | Khuje Khuje Firi Soranero Dhare | Keshta Goru Choray

খুঁজে খুঁজে ফিরি সরানের ধারে | কেষ্টা গরু চরায়
Khuje Khuje Firi Soranero Dhare | Keshta Goru Choray

খুঁজে খুঁজে ফিরি সরানের ধারে

খুঁজে খুঁজে ফিরি সরানের ধারে
কেষ্টা বেটা মোর গেলো কোথায়
এমন দিনে মোর পিরিত লাগিলো
কেষ্টা গরু চরায়।।
ফাগুন দিনে আমি জলেতে নাবিলাম
মন পড়ে থাকে পাড়ে
বসন ফেলে রাখি মনেতে ঢেউ লাগে
কেষ্টা নেই কেন দ্বারে।।
ঘরেতে ফিরিলাম গতর খাটিয়ে
রাতের রঙ্গে শরীরে
পিরিতি চাঁদ উঠে বাঁশিতে সুর নাই
কেষ্টা মরে ঘুমঘোরে।।
আমি খুঁজে ফিরি আদাড়ে বাদাড়ে
পিরিতি জ্বরে জ্বলে মন
কোথায় গেলো মোর কৃষ্ণ কালারে
কোথায় গেলো বৃন্দাবন।।

কেষ্টা গরু চরায়

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *