আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি | Amar Bhaiyer Rokte Rangano Ekushe February

Song: Amar Bhaiyer Rokte Rangano
আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী
Lyrics: Abdul Gaffar Choudhury
Music: Altaf Mahmud
আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।
ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারী।।
আমার সোনার দেশের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
দেশের সোনা ছেলে খুন করে রোখে মানুষের দাবি
দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি
না না খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি
একুশে ফেব্রুয়ারী, একুশে ফেব্রুয়ারী।।
সেদিন এমনি নীল গগনে বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে
পথে পথে ফোটে রজনীগন্ধা, অলকানন্দা যেন
এমন সময়, এমন সময়, ঝড় এল
ঝড় এল খ্যাপা বুনো
সেই আঁধারের পশুদের মুখ চেনা
তাদের তরে মায়ের, বোনের, ভাইয়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের বুকে দেশের দাবিকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা আমাদের অন্ন, বস্ত্র, স্বপ্ন নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারী, একুশে ফেব্রুয়ারী।।

Amar Bhaiyer Rokte Rangano Ekushe Februari
Ami Ki Bhulite Pari
Chhele Hara Shoto Mayer oshru Goraye Februari
Ami Ki Bhulite Pari
Amar Sonar Desher Rokte Rangano Februari
Ami Ki Bhulite Pari

Jago Naginira Jago Naginira Jago Kalboshhekhira
Shishu Hotyar Bikkhobhe Aj Kapuk Bôsundhora,
Desher Sonar Chhele Khun Kore Rokhe Manusher Dabi
Din Bodoler Krantilogne Tobu Tora Par Pabi?
Na, Na, Na, Na Khun Ranga Itihase Shesh Ray Dewa Taroi
Ekushe Februari Ekushe Februari.

Sedino Emoni Nil Gogoner Bosone Shiter Sheshe
Rat Jaga Chand Chumo Kheyechhilo Hese;
Pothe Pothe Fote Rojonigondha Olokonondo Jeno,
Emon Somoy Jhor Elo Ek Khepa Buno.

Sei Adharer Poshuder Mukh Chena,
Tahader Tore Mayer, Boner, Bhayer Chorom Ghrrina
Ora Guli Chhore Edesher Prane Desher Dabike Rokhe
Oder Ghrrinyo Podaghat Ei Sara Banglar Buke
Ora Edesher Noy,
Desher Bhagyo Ora Kore Bikroy
Ora Manusher onno, bostro, Shanti Niyechhe Kari
Ekushe February Ekushe February.

Tumi Aj Jago Tumi Aj Jago Ekushe Februari
Ajo Jalimer Karagare More Bir Chhele, Bir Nari
Amar Shohid Bhayer Atta Dake
Jago Manusher Supto Shokti Hate Mathe Ghate Bate
Darun Krodher Agune Abar Jalbo Februari
Ekushe Februari Ekushe Februari.
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *