আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে | Amar Sona Bondhure Tumi Kothay Roila Re | Key Lyrics

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে
দিনে রাইতে তোমায় আমি খুইজা মরি রে

প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে
ভুলিবে না মোরে এ জীবন গেলে
যদি না পাই তোমারে আমার জীবনের তরে
সোনার জীবন আঙ্গার হইবে
তোমার লাইগা রে

ভুলতে পার বন্ধু তুমি আমি ভুলি নাই
পর কালে যেন বন্ধু
মরন কালে যেন বন্ধু একবার তোমায় পাই
যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে
তখন কিন্তু বলব আমি প্রেম কিছুই না রে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *