এসেছি হেথায় তোমারি আজ্ঞায় | পরমে পরম জানিয়া | Esechi Hethay Tomari Aggay | Porome Porom Janiya

এসেছি হেথায় তোমারি আজ্ঞায় | পরমে পরম জানিয়া 
Esechi Hethay Tomari Aggay | Porome Porom Janiya
এসেছি হেথায় তোমারি আজ্ঞায়,
আদেশ করিবা মাত্র যাবো চলিয়া।
পরমে পরম জানিয়া।

কাম, ক্রোধ, লোভ,
মোহে ডরি না কভু।
আমি যে দাশ অনু দাশ,
তুমি যে প্রভু।
কারন অকারন তোমারি সৃজন,
আশ্চার্য হইনা কভু ভীষন দেখিয়া
পরমে পরম জানিয়া।।

তুমি পাপ,তুমি পুণ্য,
সকলি তোমারি দান।
আসন পাতিয়া আছো হে
মহা মানব প্রাণ।
করিছো এই পুতুল খেলা,
হাসে তাই ভবা পাগলা।
চুড়ান্ত চালাক তুমি,
আছো যে মিশিয়া।
পরমে পরম জানিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *