আজও বয়ে চলে পদ্মা মেঘনা | Ajo Boye Chole Padma Meghna | KeyLyrics

আজও বয়ে চলে পদ্মা মেঘনা
Aajo Boye Chale Padma Megna
সুরাজ চন্দা সাগর পর্বত
सूरज चंदा सागर पर्वत
Sooraj Chanda Sagar Parwat
Movie: Shatru (1986)
ছায়াছবি: বিরোধ (১৯৯৪)
কথা : গৌরীপ্রসন্ন মজুমদার
সুর: রাহুল দেব বর্মন
শিল্পী: এন্ড্রু কিশোর

[আজও বয়ে চলে পদ্মা,মেঘনা,
বুড়িগঙ্গার ধারা]-২
শুধু মানুষগুলাে এক নেই
আর বদলে গেছে যে তারা আ
আজও বয়ে চলে পদ্মা মেঘনা।

আ আ আ আ আ আ আ আ আ আ
সত্য বলে তাে নেই কিছু আর
আছে যে মিথ্যে ভাই,
হিংসা,স্বার্থ,লোভের শাসন
প্রতিটি চিত্তে ভাই,
আছে একই আকাশে একই সূর্য,
একই চন্দ্র তারা আ
আজও বয়ে চলে পদ্মা,মেঘনা।

আ আ আ আ আ আ আ আ আ আ
ভাগ্য লয়ে যে জুয়া খেলা চলে
কেউ জেতে কেউ হারে,
মানুষই আজ মানুষের বুকে
হাসিমুখে ছুরি মারে,
কেউ লুটে নেয় দুটি হাত ভরে যে
কেউবা সর্বহারা আ
আজও বয়ে চলে পদ্মা,মেঘনা।

আ আ আ আ আ আ আ আ আ আ
কতো আব্দুল পাপের গোলামী
করতে গিয়ে যে মরে,
কতো শিশু যে একমুঠো ভাত
পায় না ভিক্ষে করে,
হায় কতো যে নদীর স্বপ্ন শেষে
মরুতেই হলো সারা।
আজও বয়ে চলে পদ্মা,মেঘনা।
বুড়িগঙ্গার ধারা
শুধু মানুষগুলাে এক নেই
আর বদলে গেছে যে তারা আ
আজও বয়ে চলে পদ্মা মেঘনা।

আজও বয়ে চলে পদ্মা মেঘনা  Ajo Boye Chole Padma Meghna  KeyLyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *