ভেবেছি তোমায় ডাকবো প্রভু | Bhebechi Tomay Dakbo Provu | Bhajan Song

ভেবেছি তোমায় ডাকবো প্রভু
Bhebechi Tomay Dakbo Provu
Bhajan Song
ভেবেছি তোমায় ডাকবো প্রভু
সকাল বেলা তে।।
উঠতে উঠতে হয়ে গেল দেরী,
ভাবলাম! ডাকবো তোমায় বিকাল বেলা তে ।
কাজ শেষে ফিরলাম যখন ঘরে ,
শরীর টা বেশ ক্লান্ত এখন একটু ঘুমিয়ে পড়ি।
সন্ধ্যা হলো দিন তো গেল,
ডাকবো তোমায় কালকে।।
এই ভেবে ভেবে দিনতো ফুরালো,
প্রভু, পেলাম না সময়।
তোমাকে স্মরণ করার,
এখন আমি নীড় হারা পাখী।
হয়েছে যাবার সময়।।
ক্ষমা করো প্রভু
ডাকিনি তোমায় সময় কালে,
ডাকছি আমি অব শেষে।।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
ভেবেছি তোমায় ডাকবো প্রভু | Bhebechi Tomay Dakbo Provu | Bhajan Song

Check Also

a logo for keylyrics.com

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics | Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics Nakul Kumar Biswas …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *