শিল্পী জীবন মম – Shilpi Jibon Mamo | কবিয়াল অসীম সরকার | Bangla Song Lyrics

 শিল্পী জীবন মম

Shilpi Jibon Mamo
কথা,সুর ও কন্ঠ:
কবিয়াল অসীম সরকার
[শিল্পী জীবন মম,পূজার ধূপকাঠি সম]-২
পুড়ে পুড়ে গন্ধ বিলায়
[ও বন্ধুরে,(আমি)অবশেষে হব পোড়া ছাই]-২
[ধূপকাঠি পুড়ে পুড়ে ছড়ায় সুগন্ধ
তিলেতিলে ক্ষয় হয়ে শিল্পী দেয় আনন্দ]-২
[মধুর সুরভি তানে,সকলারে কাছে আনে]-২
সে সুর ফুরালে কেহ নাই
[ও বন্ধুরে,অবশেষে হব পোড়া ছাই]-২
[পূজার প্রদীপ যেমন মিটিমিটি জ্বলে
সেই প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে]-২
[সকলারে আলো দিতে
পোড়ে প্রদীপও সলিতে]-২
শিল্পী জীবন হলো তাই
[ও বন্ধুরে,অবশেষে হব পোড়া ছাই]-২
[(অধম) অসীমের জীবনের যা কিছু সাধনা
সকলি বিলায়ে দিয়ে নিয়েছি বেদনা]-২
[এই জীবনের পরিণাম শুধু এক হরিনাম]-২
নিরজনে বসে বসে গাই
[ও বন্ধুরে,অবশেষে হব পোড়া ছাই]-২
[শিল্পী জীবন মম,পূজার ধূপকাঠি সম]-২
পুড়ে পুড়ে গন্ধ বিলায়
[ও বন্ধুরে,(আমি)অবশেষে হব পোড়া ছাই]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *