এ বাংলা বলে আমায় – E Bangla Bale Amay

 এ বাংলা বলে আমায়

E Bangla Bale Amay

কথা: পুলক বন্দ্যোপাধ্যায়

সুর: তপন ভট্টাচার্য

কণ্ঠ: কুমার শানু

এ বাংলা বলে আমায়

বলে আমায় বলে আমায়

ও বাংলা বলে আমায়

বলে আমায় বলে আমায়

এ বাংলা বলে আমায়

ও বাংলা বলে আমায়

ওই বাংলা বলে আমায়

[আমারই কোলেতে]-২

[তুমি যে দেখেছো ভুবন]-২

এ বাংলা বলে আমায়

বলে আমায় বলে আমায়।

[সবুজ ধানের আঁচল আমার

বাউল বাতাস উড়িয়ে যায়,

কোমর ছোঁয়া এই এলোচুল

খোলা হাওয়ায় ছড়িয়ে যায়]-২

কাজলা দীঘির জলে কাঁপে

শাপলা ফুলের রাশি

তোমায় ভালোবাসি

এ বাংলা বলে আমায়

বলে আমায় বলে আমায়।

[হাজার তারার দীপ জ্বেলে

আকাশ থাকে চোখ মেলে]-২

রূপকথারই গল্প শোনাই

[আজও তোমার ঘুম পেলে]-২

[বন্ধুরা হয় শত্রু যখন

ফাঁকা লাগে পৃথিবীটাই

স্নেহের পরশ বুলিয়ে দেব

কোলের শিশু তোমাকে চাই]-২

দুঃখ তোমার ভুলিয়ে দেবে

মায়ের মুখের হাসি

তোমায় ভালোবাসি

এ বাংলা বলে আমায়

বলে আমায় বলে আমায়।

ও বাংলা বলে আমায়

বলে আমায় বলে আমায়

এ বাংলা বলে আমায়

ও বাংলা বলে আমায়

এ বাংলা বলে আমায়

[আমারই কোলেতে]-২

[তুমি যে দেখেছো ভুবন]-৪

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *