ধরো কল্কি মারো টান | এল বাবা | Dhoro Kolki Maro tan | El baba | Lyrics

ধরো কল্কি মারো টান | এল বাবা |
Dhoro Kolki Maro tan| El baba | Lyrics
এল বাবা, এল বাবা, এল বাবা।
বাবার ডাকে পাগল লোকে কোনো কথাই শোনে না
বাবা সবাইরে পাগল বানাইছে।
বাবা একটান গাঁজা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া
কাইড়া নিল বাবা আশেকের প্রাণ।
ধর কল্কি মারো টান, গাঞ্জা বাবার আশেকান,
মইরা গেলে সঙ্গে কিছুই যাবো না।।
ভবের প্রেমে যে মইজাছো গাঁজার কল্কি ছুঁইয়ো না,
গাঁজাই যদি ধরে তোমায় পলাইয়া পার পাইবা না।
ভালো কইরা সংসার কর, নামাজ রোজা কায়েম কর,
বাবার কর্ম দেখিলে হবি পেরেশান।
ধর কল্কি মারো টান, গাঞ্জা বাবার আশেকান,
মইরা গেলে সঙ্গে কিছুই যাবো না।।
টাকা পয়সা না থাকিলে কোনো শালাই চিনে না
দুনিয়া টাকার গোলাম হইয়াছে।
মোল্লা ভাইয়ে ভাইবে কয়, দুনিয়া কের বাপের নয়
ফিডিং কইরা নে বুকের মেশিনগান।
ধর কল্কি মারো টান, গাঞ্জা বাবার আশেকান,
মইরা গেলে সঙ্গে কিছুই যাবো না।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *