Ami Hobo Kalachan Lyrics | আমি হব কালাচান | Key Lyrics

Ami Hobo Kalachan Lyrics
আমি হব কালাচান
তোরে বানাইয়া রাই বিনোদিনি
Tore Banaya Rai Binodini

Ami Hobo Kalachan Lyrics

তোরে বানাইয়া রাই বিনোদিনি,
আমি হব কালাচান।
ওরে প্রেম কলঙ্কের জ্বালা কতরে হায়রে করব আমি তার প্রমান।
বানাইব তোরে আমি ফুলের কুলু বালা,
বোঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা।
ওরে… কেমন করে ঘরে রবি’রে… হায়রে কেমনে রাখবি কুলমান।
তোরে বানাইয়া রাই বিনোদিনি,
আমি হব কালাচান।
ওরে… যমুনারই কূলে যখন বসে কদম তলে,
বাজাইবো বাশের বাশি রাধা রাধা বলে।
হায়রে… বুঝবি তখন প্রেম জ্বালাতনরে, হায়রে কত কঠিন বিষের বাণ।
তোরে বানাইয়া রাই বিনোদিনি,
আমি হব কালাচান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *