শিরোনামঃ রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
Rimjhim A Dharate Chai Mon Harate
শিল্পীঃ শান/শ্রেয়া ঘোষাল
ছায়াছবিঃ প্রেমের কাহিনী
সুরকারঃ জিৎ গাঙ্গুলী
Song : Rimjhim E Dharate Singer : Shaan Music : Jeet Gannguli Lyrics : Priyo Chattapadhyay
সা নি সা সা সা সা সা রে
সা সা সা সা সা রে
সা রে ধা পা নি ,
সা নি সা সা সা সা সা রে
সা সা সা সা সা রে প্রেমের কাহিনী ।
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে ,
এই ভালোবাসাতে আমাকে ভাসাতে
এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি
সুরে সুরে সোনায় রাগিনী ,
মনে স্বপ্ন এলোমেলো এই কি শুরু হলো প্রেমের কাহানী ।
আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবনে ,
জাগেনি তো এতো আশা ভালোবাসা এমনে ,
সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায় কোটে কামিনী ।
আজ ভিজতে ভালো লাগে
শূন্য মনে জাগে প্রেমের কাহানী ।
শ্রাবনের বুকে প্রেম কবিতা যে লিখে যায় ,
হৃদয়ের মরু পথে জলছবি থেকে যায় ,
জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্নচারিনী ,
আজ রাগে অনুরাগে খেলে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী ।।
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
এই ভালোবাসাতে আমাকে ভাসাতে
এলো মেঘ যে এলো ঘিরে
বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী,
মনে স্বপ্ন এলোমেলো
এই কি শুরু হলো প্রেমের কাহিনী
এলো মেঘ যে এলো ঘিরে
বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী,
মনে স্বপ্ন এলোমেলো
এই কি শুরু হলো প্রেমের কাহিনী
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে,
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে।
আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে
জাগেনি তো এতো আশা,
ভালোবাসা এ মনে
আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে
জাগেনি তো এতো আশা,
ভালোবাসা এ মনে
সে বৃষ্টি ভেজা পায়ে
সামনে এলে হায় ফোটে কামিনী,
আজ ভিজতে ভালো লাগে
শূণ্য মনে জাগে প্রেমের কাহিনী
সে বৃষ্টি ভেজা পায়ে
সামনে এলে হায় ফোটে কামিনী,
আজ ভিজতে ভালো লাগে
শূণ্য মনে জাগে প্রেমের কাহিনী
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে,
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে।
শ্রাবণের বুকে প্রেম
কবিতা যে লিখে যায়,
হৃদয়ের মরু পথে
জলছবি থেকে যায়
শ্রাবণের বুকে প্রেম
কবিতা যে লিখে যায়,
হৃদয়ের মরু পথে
জলছবি থেকে যায়
জানি সেই তো ছিল আগে ঘুমে,
অনুভবে স্বপ্নচারিনী
আজ রাগে-অনুরাগে লেখে
বৃষ্টি দাগে প্রেমের কাহিনী
জানি সেই তো ছিল আগে ঘুমে,
অনুভবে স্বপ্নচারিনী
আজ রাগে-অনুরাগে লেখে
বৃষ্টি দাগে প্রেমের কাহিনী
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে,
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে।