সেদিন আইসা আমায় পাইবা না | Sedin Aisa Amay Paiba Na | Key Lyrics

তুমি আয়বা বন্ধু আয়বারে

Sedin Aisa Amay Paiba Na

Lyrics & Tune : পাগল জালাল

তুমি আয়বা বন্ধু আয়বারে

সেদিন আইসা আমায় পাইবা না।।

আমি তোমায় ভালোবাসি

এই জীবনের চেয়েও বেশি

দোহায় লাগে ভুইলা যাইও না।।

বুক ফুটে তো মুখ ফুটে না

মনে রাখি মনের বেদনা

মুখ দেইখা কেউ দুঃখ বোঝে না।।

যদি তোমার মনে ধরে

আরও ব্যথা বন্ধু দিয়ো মোরে

দোহায় লাগে বন্ধু ভুইলা যাইও না।।

আগে যদি জানতাম আমি

আমায় ভুইলা যাইবা তুমি

তবে তোমায় ভালোবাসতাম না।।

পাগল জালাল বিনয় করে

দুঃখীনির ঘরে পাইলে তোরে

এই জীবনে কোনো দুঃখ থাকবে না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *