কত রসিক দেখ ভগবান | Kato Rasik Dekho Bhagaban | Key Lyrics

কত রসিক দেখ ভগবান
Kato Rasik Dekho Bhagaban সিনেমা: সন্ন্যাসী রাজা (১৯৭৫) গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার: নচিকেতা ঘোষ শিল্পী: মান্না দে
ফুল সাজতে লাগে,পূজোয় লাগে
লাগে মালা গেঁথে নিতে
লাগে জন্মদিনে,ফুলসজ্জায়,
লাগে মৃতদেহ সাজিয়ে দিতে
হায় কত রসিক দেখ ভগবান
নেই ভুল তাতে !
ফুলের সৃষ্টি করেছিলেন
তাইতো নিজের হাতে
কত রসিক দেখ ভগবান !
ফুল সাজতে লাগে,পূজোয় লাগে
লাগে মালা গেঁথে নিতে
লাগে জন্মদিনে,ফুলসজ্জায়,
লাগে মৃতদেহ সাজিয়ে দিতে
হায় কত রসিক দেখ ভগবান !
[হয়না বাগান খালি
শুধু বদলে যে যায় মালী]-২
ফুলের মত ও মুখ তোমার
সে তো আমার চিরকালই
হায় কত রসিক দেখ ভগবান !
কত রসিক দেখ ভগবান !

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *