কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে | Shyamer O Bashi Baje Kon Se Brojopure | Key Lyrics

কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে
Shyamer O Bashi Baje Kon Se Brojopure
কথা: স্নেহাশিস চক্রবর্তী
শিল্পী: তৃষা
কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে,
প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ
[বলো শ্যাম শ্যাম শ্যাম বলো রাধে রাধে নাম]-২
[শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে,
রাধা কেঁদে ফেরে,কদমতলিতে সেই বাঁশির সুরে]-২
[বলো শ্যাম শ্যাম শ্যাম বলো রাধে রাধে নাম]-২
[শ্যাম দরশন লাগি,রাধা পথে পথে ফেরে
তুমি কি এতই পাষাণ ধরা দেবেনা রাধারে?]-২
[শ্যামের নাম নিয়ে যা তার নামে গান গেয়ে যা]-২
[বলো শ্যাম শ্যাম শ্যাম বলো রাধে রাধে নাম]-২
[কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন
আমিও কাঁদি তেমনি যেমন কাঁদে বৃন্দাবন]-২
আর জনমে বনমালী,তুমি হইও রাধারানী,
পথে পথে কেঁদে ফের তোমার রাধার লাগি
[বলো শ্যাম শ্যাম শ্যাম বলো রাধে রাধে নাম]-২
[শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে,
রাধা কেঁদে ফেরে,কদমতলিতে সেই বাঁশির সুরে]-২
[বলো শ্যাম শ্যাম শ্যাম বলো রাধে রাধে নাম]-৪

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *