কৃষ্ণ জানে রাঁধা জানে কী দারুণ প্রেমের টানে | Krishno Jane Radha Jane Ki Darun Premer Tane | Key Lyrics

কৃষ্ণ জানে রাঁধা জানে কী দারুণ প্রেমের টানে

Song : Krishno Jane Radha Jane

Singer : Fakir Shabuddin & Sania Roma

Lyric & Tune : Plabon Koreshi

কৃষ্ণ জানে রাঁধা জানে কী দারুণ প্রেমের টানে

ছুটে মন মনের পানে তুচ্ছ করে ভয়

পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়

পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।।

রীতি-নীতির বালাই ভুলে প্রেম চলে তার পথে

হিসাব নিকাশ চলে কী আর উজান মনোরথে

ছন্দ কলা মানে না সে নিজের তালে রয়।।

পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়

পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।।

প্রেমের হাটে ভাবের ক্রেতা মন দিয়ে মন কিনে

জন্মকানা ভাও বোঝেনা জড়ায় মিছে ঋণে।

বন্ধ ঘরে আলোর খেলা, বন্ধ ঘরে

ওরে বন্ধ ঘরে আলোর খেলা কোন পাগলে কয়।।

পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়

পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।।

কৃষ্ণ জানে রাঁধা জানে কী দারুণ প্রেমের টানে

ছুটে মন মনের পানে তুচ্ছ করে ভয়

পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়

পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *