মানুষের গড়া সভ্যতা | Manusher Gora Sovyota | Key Lyrics

মানুষের গড়া সভ্যতা
Manusher Gora Sovyota
কথা: আশরাফ হোসেন
সুর: সুজেয় শ্যাম
শিল্পী: এন্ড্রু কিশোর
[মানুষের গড়া সভ্যতা ধ্বংস হবে একদিন
বিধাতার দেওয়া ভালোবাসা থাকবে মনে চিরদিন]-২
[প্রতিদিন পৃথিবীটা একটু একটু করে ক্ষয়ে যায়
তারি মাঝে প্রেমধারা নীরবে নীরবে প্রাণে বয়ে যায়]-২
স্বর্গের সুখ কত আর তার চেয়ে বেশি মর্ত্যলোকে!
সুখের প্রণয় মিলন।
[আজীবন নদ-নদী বিন্দু বিন্দু জলে ভরে যায়
তাজমহলের স্মৃতি হৃদয় হৃদয় প্রেম গড়ে যায় ]-২
স্বর্গের সুখ কত আর তার চেয়ে বেশি মর্ত্যলোকে!
সুখের প্রণয় মিলন।
মানুষের গড়া সভ্যতা ধ্বংস হবে একদিন
বিধাতার দেওয়া ভালোবাসা থাকবে মনে চিরদিন
[থাকবে মনে চিরদিন]-৩

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *