কুসুম দোলায় দোলে শ্যাম রাই | Kusum Dolay Dole Shyam Rai | Key Lyrics

কুসুম দোলায় দোলে শ্যাম রাই
Kusum Dolay Dole Shyam Rai
ছায়াছবি: পরিণীতা
কথা: প্রণব রায়
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: প্রতিমা বন্দ্যোপাধ্যায়
[কুসুম দোলায় দোলে শ্যাম-রাই,
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে]-২
[শ্যামেরই পাশে শ্রীমতী হাসে]-২
যুগল শশী যেন বৃন্দাবনে
কুসুম দোলায় দোলে শ্যাম-রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে।
[দোলে কৃষ্ণ-মেঘে রাই সৌদামিনী,
হিন্দোলে দেয় দোল ব্রজগোপিনী]-২
[বাজায় নূপুর নাচে ময়ূরী ময়ূর]-২
যমুনা উজান বয় ভরা শাওনে।
কুসুম দোলায় দোলে শ্যাম-রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে।
[দোলে কুঞ্জবনে দুঁহু রঙ্গে বিভোর,
মন জানে কেবা চাঁদ কেবা চকোর]-২
[ঐ রূপ মাধুরী আঁখি করেছে চুরি]-২
শ্রীমতী-শ্যাম দোলে আমারই মনে।
কুসুম দোলায় দোলে শ্যাম-রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে।
শ্যামেরই পাশে শ্রীমতী হাসে
যুগল শশী যেন বৃন্দাবনে
কুসুম দোলায় দোলে শ্যাম-রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *