বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি | Bolo Swarup Kothay Amar Sadher Pyari | Key Lyrics

বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি

Bolo Swarup Kothay Amar Sadher Pyari

বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি।

যার জন্য হয়েছি রে দন্ডধারী।।

কোথায় রে সেই নিকুঞ্জবন,

কোথায় সে যমুনা উজান,

কোথায় সে গোপ-গোপিনীগণ, আহা মরি।।

রামানন্দের দরশনে,

পূর্বভাব উদয় মনে,

যাব আমি কার বা সনে, সেহি পুরি।।

আর কিরে সেই সঙ্গ পাব,

মনের সাধ মিটাইব, 

পরম আনন্দে রব, ঐ রূপ হেরি।।

গৌরাঙ্গ এই দিন বলে,

আকুল হলাম তিলে তিলে,

লালন বলে ব্রজ লীলে, কি মাধুরী।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *