সদা মন থাকো বাহুঁশ | Soda Mon Thako Bahush | Key Lyrics

সদা মন থাকো বাহুঁশ
Soda Mon Thako Bahush
সদা মন থাকো বাহুঁশ,
ধর মানুষ রূপ নিহারে।
আয়না-আঁটা রূপের ছটা,
চিলেকোঠায় ঝলক মারে।।
স্বরূপ রূপে রূপ কে জানা,
সেই তো বটে উপাসনা।
গাঁজায় দম চড়িয়ে মনা,
ব্যোমকালী আর বলিস না রে।।
বর্তমানে দেখ ধরি,
নরদেহে অটলবিহারী।
মর কেন হড়িবড়ি,
কাঠের মালা টিপে হা রে।।
দেল ঢুঁড়ে দরবেশ যারা,
রূপ নিহারে সিদ্ধি তারা।
লালন কয় আমার খেলা,
ডাণ্ডাগুলি সার হলো রে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *