বিনা পাগালে গড়িয়ে কাঁচি | Bina Pagale Goriye Kachi | Key Lyrics

বিনা পাগালে গড়িয়ে কাঁচি
Bina Pagale Goriye Kachi
বিনা পাগালে গড়িয়ে কাঁচি
করছো নাচানাচি।
ভেবেছো কামার বেটারে
ফাঁকিতে ফেলেছি।।

জানা যাবে এসব নাচন
কাঁচিতে কাটবে না যখন
কারে করবি দোষী।
বোঁচা অস্ত্র টেনে কেবল
মরছো মিছামিছি।।

পাগলের গোবধ আনন্দ
মন তোমার আজ সেহি ছন্দ
দেখে ধন্দ আছি।
নিজ মরণ পাগলে বোঝে
তাও তোমার নাই বুঝি।।

কেন রে মন এমন হলি
আপন পাঁকে আপনি প’লি
তাও তো মহাখুশি।
সিরাজ সাঁই কয় লালন রে তোর
জ্ঞান হলো নৈরাশী।।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *