আষাঢ়ের কোন ভেজা পথে এল ও এলরে | Asharer Kon Bheja Pothe Elo O Elore | Key Lyrics

আষাঢ়ের কোন ভেজা পথে এল ও এলরে
Asharer Kon Bheja Pothe Elo O Elore
কবিয়াল বিজয় সরকার
আষাঢ়ের কোন ভেজা পথে এল ও এলরে
এলো আবার ঘর ভাঙ্গা শ্রাবণ।
এমনি দিনে লেগেছে মনের কোলে ভাঙ্গন
এলো আবার দুরন্ত শ্রাবণ।
চুর্নি নদী ঘূর্ণি পাকে যেথায় পড়ল চর
সেই চরেতে বেধে ছিলাম বসতি এক ঘর
সেই ঘর ভেসে গেল দিন কয় এক পর এসে এক প্লাবন।
ছাওয়া ছারা ভিটে হিজল গাছে জল পরি কন্যা
উদাস চোখে চেয়ে দেখ শ্রাবনের বন্যা
আমি কান্দি তাহার কান্দন তার কি নাই কান্দন।।
মেঠো আগুন নেবে রে জলের ছিটে লেগে
রাবনের চিতে নিভেনা শ্রাবনের মেঘে
সেই আগুন জলে দ্বিগুন বেগে দুঃসহ দাহন
শ্রাবণ ঐ আসিল ফিরে একটি বছর পর
ফিরে আসার আশা নাইরে জলে ভাসা ঘর
পাগল বিজয় বলে এমনও তার বিধাতার বাঁধন।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *