দিনে দিনে খসিয়া পড়িবে | Dine Dine Khosiya Poribe | Key Lyrics

দিনে দিনে খসিয়া পড়িবে
Dine Dine Khosiya Poribe
 

দিনে দিনে খসিয়া পড়িবে

দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি কোন রঙে।
বাঁধিছেন ঘর মিছা, মিছা দন্ধ মাঝে গোসাঁইজি …
কোন রঙে।
বাল্য না কাল গেলো হাসিতে খেলিতে
যৈবন কাল গেলো রঙ্গে
আর বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে
গুরু ভজিবো কোন কালে, গোঁসাইজী … কোন রঙে।
ও দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গোঁসাইজী … কোন রঙে।
হাড়েরও ঘরখানি, চামেরও ছাউনি
বন্ধে বন্ধে তার জোড়া
আর তাহারই তলে ময়ুর আর ময়ুরী
শূন্যে উড়ায় তারা গোসাঁইজি … কোন রঙে
(আরেক বইয়ে লেখা)
হাড়েরও ঘরখানি, চামেরও ছাউনি
বন্ধে বন্ধে জোড়া
সেই ঝড়েরও প্রহরী ময়ুর আর ময়ুরী
কবে দেয় যে গো উড়া গোসাঁইজি … কোন রঙ

Dine Dine Khosiya Poribe Video

Dine Dine Khosiya Poribe

দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি
গোসাঁইজি কোন রঙে।
বাঁইন্ধাছো ঘরখানি মিছা দুনিয়ার মাঝে
গোসাঁইজি…. কোন রঙে।
ও দিনে দিনে……..।।

বাল্য না কাল গেলো হাসিতে খেলিতে
যৈবন কাল গেলো রঙ্গে।।
আর বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে
বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে
গুরু ভজিবো কোন কালে,
গোঁসাইজী…. কোন রঙে।

হাড়ের ঘরখানি চামের ছাউনি
বন্ধে বন্ধে তার জোড়া।।
আর তাহারই তলে ময়ূর আর ময়ূরি
তাহারই তলে ময়ূর আর ময়ূরি
শূণ্যে উড়ায় ডানা,
গোসাঁইজি কোন রঙে।

একতালা দুইতালা, তিনতালা চারতালা
সদর তলায় বাত্তি জ্বলে।।
সাধক নীলকণ্ঠ কয় গুরু না ভজিলে
নীলকণ্ঠ কয় গুরু না ভজিলে
কি হবে নিধন কালে,
গোসাঁইজি কোন রঙে।

দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি
গোসাঁইজি কোন রঙে।
বাঁইন্ধাছো ঘরখানি মিছা দুনিয়ার মাঝে
গোসাঁইজি কোন রঙে।
মিছা দুনিয়ার মাঝে গোসাঁইজি কোন রঙে।

 

 

 

DINAE DINAE Song Lyrics in English

O Dine dineeeeeee

Dine dine khoshiya poribe
Rongilaa dalaner maati
Goshaiji kon ronge.

Baaindhachen gharkhani
micha duniar majhe
Goshaiji kon rongee

Ballyo na kaal gelo
haashitae khelite
Joibon kaal gelo rongee.

Aar briddho na kaal gelo
bhabitae chintite,
Guru bhojibo kon kale.
Goshaiji kon rongee

Harero ghar khani
chamero chauni
Bondhe bondhe taar joraa.

Aar tahari tole
moyur aar moyuri,
Shunye uray daana.
Goshaiji kon rongee

Aktala duitala,
tintala chartala
Sador tolay batti jwole.

Sadhak Nilkantha koy
guru na bhajile,
Ki hobe nidhan kaale.
Goshaiji kon rongee

Dine dine khoshiya poribae
Rongilaa dalanaer maati
Goshaiji kon rongee

 

 

 

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *