এবার আমার উমা এলে Lyrics | Ebar Amar Uma Ele Lyrics | আগমনী

এবার আমার উমা এলে Lyrics
Ebar Amar Uma Ele Lyrics
এবার আমার উমা এলে
Ebar Amar Uma Ele
আগমনী
রামপ্রসাদী গান
আগমনী গান
দুর্গা পূজার গান

 

এবার আমার উমা এলে Lyrics

 

এবার আমার উমা এলে,

আর উমায় পাঠাবো না।

আমায় বলে বলুক লোকে মন্দ,

কারো কথা শুনবো না।

যদি আসে মৃত্যুঞ্জয়,

উমা নেবার কথা কয়,

মায়ে-ঝিয়ে করব ঝগড়া,

জামাই বলে মানব না।

দ্বিজ রামপ্রসাদ কয়,

এ দুঃখ কি প্রাণে সয়,

শিব শ্মশানে-মশানে ফেরে,

ঘরের ভাবনা ভাবে না।

এবার আমার উমা এলে,

আর উমায় পাঠাবো না।

রামপ্রসাদী গান  | রাগিনী পিলুবাহার | তাল যৎ

 

 

 

 

 

 

Ebar Amar Uma Ele Lyrics

এবার আমার উমা এলে
এইবার আমার উমা এলে
আর উমারে পাঠাব না
আর উমারে পাঠাব না
এবার আমার উমা এলে
বলে বলবে লোকে মন্দগিরি
বলবে লোকে মন্দগিরি
কারো কথা শুনব না গো
अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि
विश्वविनोदिनि नन्दिनुते
अयि गिरिनन्दिनि
যদি এসে মৃত্যুঞ্জয় আমার কাছে
এসে মৃত্যুঞ্জয় আমার কাছে
উমা নেবার কথা কয়
गिरिवरविन्ध्यशिरोऽधिनिवासिनि
विष्णुविलासिनि जिष्णुनुते
अयि गिरिनन्दिनि
আমরা মায়ে-ঝিয়ে করব ঝগড়া
জামাই বলে মানব না গো
এবার আমার উমা এলে
এইবার আমার উমা এলে
দ্বিজরামপ্রসাদ ভবগিরি
রামপ্রসাদ ভবগিরি
এ দুঃখ কি প্রাণে সয়?
দ্বিজরামপ্রসাদ ভবগিরি
এ দুঃখ কি প্রাণে সয়?
শ্মশানে-মশানে ফেরে জামাই
শ্মশানে-মশানে ফেরে জামাই
ঘরের ভাবনা ভাবে না গো
এইবার আমার উমা এলে
अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि
विश्वविनोदिनि नन्दिनुते
अयि गिरिनन्दिनि
जय जय हे महिषासुरमर्दिनि
जय जय हे महिषासुरमर्दिनि
रम्यकपर्दिनि शैलसुते
এবার আমার উমা এলে (अयि गिरिनन्दिनि)

 

এবার আমার উমা এলে

এবার আমার উমা এলে
এবার আমার উমা এলে
আর উমায় পাঠাবো না,
আমায় বলে বলুক লোকে মন্দ
কারো কথা শুনবো না।

যদি আসে মৃত্যুঞ্জয়
উমা নেবার কথা কয়,
মায়ে-ঝিয়ে করব ঝগড়া,
জামাই বলে মানব না।

দ্বিজ রামপ্রসাদ কয়
এ দুঃখ কি প্রাণে সয়,
শিব শ্মশানে-মশানে ফেরে
ঘরের ভাবনা ভাবে না।

Check Also

Jogot Maatilo (জগৎ মাতিলো) Lyrics | Iman Chakraborty

Jogot Maatilo (জগৎ মাতিলো) Lyrics | Iman Chakraborty Song Name : Jogot MaatiloSinger : Iman …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *