জাতি কুল মান সবই গেল | Jati kul man sobi gelo

জাতি কুল মান সবই গেল
Jati kul man sobi gelo
ব্যান্ড-প্রমিথিউস
শিল্পী-বিপ্লব
[জাতি কুল মান সবই গেল।।
এখন শুধু বাকি প্রাণ
তোমার সাথে প্রেম করিয়া,
হইলাম কত অপমান।।]-২
আমি তোমায় ভালবাসি,
জগতে হইয়াছি দোষী।।
না পাইয়া তবু খুশি।।
তোমার ছবি রাখলাম অন্তরায়
তোমার সাথে প্রেম করিয়া,
হইলাম কত অপমান।।
মিষ্টি মধুর কথা কইয়া,
আমার সঙ্গে প্রেম করিলা।।
এখন কেন যাও ঘুরিয়া।।
একি প্রেমের খেলার প্রতিদান
তোমার সাথে প্রেম করিয়া,
হইলাম কত অপমান।।
জাতি কুল মান সবই গেল।।
এখন শুধু বাকি প্রাণ
তোমার সাথে প্রেম করিয়া,
হইলাম কত অপমান।।।।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *