বলো বলো সবাই মিলে
Bolo Bolo Sobai Mile
কথা: সুজাতা গোস্বামী ও তাপস কুমার
সুর: বিদ্যুৎ গোস্বামী ও কাজল কেশ
কণ্ঠ: কুমার শানু
আরে বলো বলো সবাই মিলে
করি বাবা লোকনাথের নাম
[পাপ থেকে যে মুক্তি দেবে,
বাবা লোকনাথ তারি নাম]-৪
আরে বলো বলো সবাই মিলে।
[লোকনাথ বাবার মহিমা যে অপার,
খাজা ফকির সবাই সমান]-২
[পূর্ণ করেন বাবা সবারি আশা,
এসো মিলে করি তারি নাম]-২
লোকনাথ বাবার মহিমা যে অপার,
খাজা ফকির সবাই সমান।
পূর্ণ করেন বাবা সবারি আশা,
এসো মিলে করি তারি নাম।
তারি কৃপাতে সূর্য ওঠে
আলোতে ধরে ধরাধাম
[পাপ থেকে যে মুক্তি দেবে,
বাবা লোকনাথ তারি নাম]-২
এ বলো বলো সবাই মিলে।
[রণে বনে জলে জঙ্গলে,
তিনি যে থাকেন সবার সাথে]-২
[মন থেকে যে ডেকেছে তাকে
কেড়ে নি’ছে খালি হাতে]-২
রণে বনে জলে জঙ্গলে,
তিনি যে থাকেন সবার সাথে।
মন থেকে যে ডেকেছে তাকে
কেড়ে নি’ছে খালি হাতে।
ভক্তি ভরে ডাকলে তাকে
পূর্ণ যে হয় তার মনস্কাম।
[পাপ থেকে যে মুক্তি দেবে,
বাবা লোকনাথ তারি নাম]-৪
আরে বলো বলো সবাই মিলে।