এ মাটি নয় জঙ্গীবাদের | E Maati Noy Jongibader | লিয়াকত আলী লাকী

এ মাটি নয় জঙ্গীবাদের
E Maati Noy Jongibader
মানবতার গান
গীতিকার ও সুরকার:
লিয়াকত আলী লাকী
(মহাপরিচালক বাংলাদেশ
শিল্পকলা একাডেমী)
সংগীত পরিচালনায়:
ফুয়াদ নাসের বাবু
ভিডিও নির্মান:
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
কণ্ঠ: দলীয় সংগীত
(৮টি বিভাগের শিশুশিল্পীবৃন্দ)
[এ মাটি নয় জঙ্গীবাদের,
এ মাটি মানবতার]-২
বাউলের একতারা কয়
মানুষই মোর অবতার
এ মাটি নয় জঙ্গীবাদের
এ মাটি মানবতার
এ মাটি নয় জঙ্গীবাদের।
[এ মাটির মানবতত্ত্ব,
সবার উপর মানুষ সত্য]-২
মসজিদ,মন্দির,প্যাগোডা
গীর্জা হয় একাকার।
এ মাটি নয় জঙ্গীবাদের
এ মাটি মানবতার
এ মাটি নয় জঙ্গীবাদের।
[মোরা গাই সাম্যের গান,
মানুষেই হয় মহীয়ান]-২
নজরুলের দীক্ষা মোদের
পরমতসহিষ্ণুতার।
এ মাটি নয় জঙ্গীবাদের
এ মাটি মানবতার
এ মাটি নয় জঙ্গীবাদের।
[ভেবে কয় লালন সাঁইজি
এসো সবাই মানুষ ভজি]-২
জীবে প্রেম দিয়ে মোরা
সেবী যে পরম ঈশ্বর।
এ মাটি নয় জঙ্গীবাদের
এ মাটি মানবতার
এ মাটি নয় জঙ্গীবাদের।
[ভেবে কয় বিশ্বকবি
হিংসা উন্মুক্ত প্রীতি]-২
আনন্দধারায় ভুবন
হোক বিশ্ব মানবতার
[এ মাটি নয় জঙ্গীবাদের
এ মাটি মানবতার]-২
বাউলের একতারা কয়
মানুষই মোর অবতার
[এ মাটি নয় জঙ্গীবাদের
এ মাটি মানবতার]-৩
এ মাটি নয় জঙ্গীবাদের।
এ মাটি নয় জঙ্গীবাদের | E Maati Noy Jongibader | লিয়াকত আলী লাকী

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *