নিথর জলের বুক – লিরিক্স | Nithor Joler Buk | Lyrics

নিথর জলের বুক
Nithor Joler Buk
ठहरे हुए पानी में
Thehre Hue Paani Mein
ঠেহেরে হুএ পানী মেঁ
ছবি: দালাল
কথা: মুকুল দত্ত
সুর ও সংগীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: কুমার শানু

নিথর জলের বুক

[নিথর জলের বুক
ছুঁয়ে তুমি ঢেউ তুলোনা বঁধুয়া
মন করে তোলপাড়
আমার নিথুয়া গো]-২
নিথর জলের বুক।
 
আমি তোমার কে তাতো জানোনা
তুমি উদাস কোন সুর যে অচেনা।
উদাসীর বাঁশি ডাকে
মেঘ চোখে বেদনা
অকালে শ্রাবণ যেন
মেলেছে যে ডানা
আলেয়ার আলো যেন
সাঁঝের প্রদীপ নয়
নিথর জলের বুক
ছুঁয়ে তুমি ঢেউ তুলোনা বঁধুয়া
মন করে তোলপাড়
আমার নিথুয়া গো
নিথর জলের বুক।
 
ব্যথার বিষ তুমি খাবে কেন বলো
দুঃখের কাঁটা তুমি চাইবে কেন বলো
ভুলেও সে ভুল যেন করো না গো
জীবন নিয়ে আর এমন খেলা কেন
কাঁদে যখন মন কেউতো শোনেনা
নিথর জলের বুক
ছুঁয়ে তুমি ঢেউ তুলোনা বঁধুয়া
মন করে তোলপাড়
আমার নিথুয়া গো
নিথর জলের বুক।
 
ঘর বলো ওগো বাঁধবে কোথায়
লাগল আগুন যে ভাবেরই চিতায়
ভালোবাসার তুমি জ্বেলোনা আগুন
স্বপনের ছাই দিয়ে লিখ না মাথায়
বালির ওপর নাও চলেনা তো বঁধুয়া
[নিথর জলের বুক
ছুঁয়ে তুমি ঢেউ তুলোনা বঁধুয়া
মন করে তোলপাড়
আমার নিথুয়া গো]-২
নিথর জলের বুক।
 
 

 

Nithor Joler Buk

Check Also

Poison Baby Lyrics

Poison Baby Lyrics (Thamma) | Starring Malaika A, Ayushmann K, Rashmika M

Poison Baby Lyrics (Thamma) | Ayushmann & Rashmika 🎶 Music : Sachin-Jigar 🎤 Singer : …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *