মধুমাসে ফুল ফোটে লিরিক্স | Madhumashey Phool Photey Lyrics

মধুমাসে ফুল ফোটে লিরিক্স
Madhumashey Phool Photey Lyrics
লিরিকঃ সুভেন্দু দাসমুন্সি
সিঙ্গারঃ Madhubanti Bagchi
মিউজিকঃ বিক্রম ঘোষ
সিনেমাঃ মায়াকুমারী



মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে,
যৌবন গন্ধে ম-ম এই মধুমাসে
চঞ্চল হলো তনু তোমারও সুবাসে
মধুমাসে অলি গুলো এসে দেখি জোটে
লাজবতী লাজ দিলো সুবাসিত ঠোঁটে

কি খেলাতে মেতেছিলো এ শরীর মন
কত শোভা সেজেছিল ওই গৃহকোণ..
তুমি প্রিয় সাজালে যখন ওগো..

তনুমন ভরে যেন বেজে ওঠে সুর
মিলন কেন প্রিয় বিরহ বিধূর,
তুমি প্রিয় যেন বহুদূর

Check Also

Agunpakhi (আগুন পাখি) Lyrics

Agunpakhi (আগুন পাখি) Lyrics | Raghu Dakat

Agunpakhi (আগুন পাখি) Lyrics | Raghu Dakat Dev,Idhika,Anirban,Sohini | Kailash Kher, Nilayan| DhruboB Song: Agunpakhi …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *