আমি কেমন করে Lyrics
Ami Kemon Kore Lyrics
আমি কেমন করে
শিল্পী: সনু নিগম
আমি কেমন করে Lyrics
আমি কেমন করে
নেব তোমার খবর
তোমার ভালবাসা তুমি
নিজের হাতে দিয়ে গেছো কবর।।
হয়তো তুমি ভুলেই গেছ,
পুরনো সব কথা,
অনেক রকম আনন্দ আর,
ছোটো খাটো ব্যথা।।
এরই মাঝে পেরিয়ে গেছে
অনেকটা বছর,অনেকটা বছর।
আমি কেমন করে
নেব তোমার খবর
তোমার ভালবাসা তুমি
নিজের হাতে দিয়ে গেছো কবর।
কখনো কি ভেবেছিলাম,
দূরের মানুষ হয়ে,
দুঃখের ব্যথা এমনি করেই,
যাবো বয়ে বয়ে।।
এমনি করেই হারিয়ে যাবে
স্বপ্নেরি বাসর,স্বপ্নেরি বাসর।
আমি কেমন করে
নেব তোমার খবর
তোমার ভালবাসা তুমি
নিজের হাতে দিয়ে গেছো কবর।।