আমাকে তুমি ভালবাসনি Lyrics | Amake Tumi Bhalobasoni Lyrics

আমাকে তুমি ভালবাসনি Lyrics

Amake Tumi Valobasoni Lyrics

আমাকে তুমি ভালবাসনি
Amake Tumi Valobasoni
কথা ও সুর: সুবল সরকার
কণ্ঠ: যশোদা সরকার

 

আমাকে তুমি ভালবাসনি Lyrics


[আমাকে তুমি ভালবাসনি
দিয়েছ শুধু যন্ত্রণা]-২
[আমার হৃদয় নিয়ে খেলেছ খেলা]-২
তুমি এত নিষ্ঠুর জানা ছিলনা।
[আমাকে তুমি ভালবাসনি
দিয়েছ শুধু যন্ত্রণা]-২
[ছিলনা কি কোনকিছু আমাকে দেবার
এক বুক যন্ত্রণা দিলি উপকার]-২
[ঠুনকো কাঁচের মত ভেঙ্গেছ আশা]-২
হয়না কি একটু অনুশোচনা
[আমাকে তুমি ভালবাসনি
দিয়েছ শুধু যন্ত্রণা]-২
[ভেবেছ কি কখনো তুমি একবার,
প্রয়োজন ছিল কিনা আমাকে তোমার]-২
[স্বার্থপরের মত গিয়েছ চলে]-২
চলে গেলে আর তুমি ফিরে এলেনা
[আমাকে তুমি ভালবাসনি
দিয়েছ শুধু যন্ত্রণা]-২
[আমার হৃদয় নিয়ে খেলেছ খেলা]-২
তুমি এত নিষ্ঠুর জানা ছিলনা।
আমাকে তুমি ভালবাসনি
করেছ শুধু প্রতারনা।
আমাকে তুমি ভালবাসনি
দিয়েছ শুধু যন্ত্রণা।
করেছ শুধু প্রতারনা।
দিয়েছ শুধু যন্ত্রণা।

Check Also

a logo for keylyrics.com

ওই দুটি কালো চোখে Lyrics | Oi Duti Kalo Chokhe Lyrics

ওই দুটি কালো চোখে Lyrics Oi Duti Kalo Chokhe Lyrics ওই দুটি কালো চোখে আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *