এতটা ভালোবেসেছি Lyrics
Etota Bhalobesechi Lyrics
এতটা ভালোবেসেছি Lyrics
এতটা ভালোবেসেছি
পারবেনা কেউ তো এমন
নিজেকে যেন ভুলেছি
চেয়েছি তোমাকে ভীষণ
তবে কেন এ দূরে থাকা
বোঝেনা যে হিয়া
বোঝেনা হিয়া বোঝেনা,
কিছুই তুমি ছাড়া॥
কিছুই তুমি ছাড়া
দেখি তো রোজই কত শত মুখ
তোমারি মত লাগেনা আপন,
খুঁজে ফিরি সেই হারানো সুখ
ভালোবেসে চোখে নামে শ্রাবন।
কল্পনাতে,ভাবনাতে
তোমারি ছবি আজও এঁকে যাই।
বোঝেনা হিয়া বোঝেনা,
কিছুই তুমি ছাড়া॥
তুমি হীনা বাঁচা যায় কি বল
প্রতিটি ক্ষণ যেন শুধু মরন
তোমারি মাঝে আশার এ আলো
দিয়েছি সঁপে আমারি জীবন।
কল্পনাতে ভাবনাতে তোমারি ছবি
আজও এঁকে যাই।
বোঝেনা হিয়া বোঝেনা,
কিছু তুমি ছাড়া।।
কিছুই তুমি ছাড়া।