কোন এক উল্টো রাজা Lyrics | Kono Ek Ulto Raja Lyrics

কোন এক উল্টো রাজা Lyrics

Kono Ek Ulto Raja Lyrics

কোন এক উল্টো রাজা
Kono Ek Ulto Raja
অ্যালবাম: মুখোমুখি
কথা,সুর ও কণ্ঠ: নচিকেতা চক্রবর্তী

 

কোন এক উল্টো রাজা Lyrics


[কোন এক উল্টো রাজা
উল্টো বুঝলি প্রজার দেশে]-২
চলে সব উল্টো পথে
উল্টো রথে,উল্টো বেশে;
কোন এক উল্টো রাজা
উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে
উল্টো রথে,উল্টো বেশে
[সোজা পথ পোড়ে পায়ে
সোজা পথে কেউ চলে না]-২
বাঁকা পথ জ্যাম হরদম,
জমজমাট ভিড় কমে না
[কোন এক উল্টো রাজা
উল্টো বুঝলি প্রজার দেশে]-২
সে দেশে করে পাস এম এ,বি এ,
কেরানীর জীবন যাপন
করে পাস এম এ,বি এ,
কেরানীর জীবন যাপন
রাজনীতি করলেরে ভাই,
ডিগ্রীর কি প্রয়োজন?
জনগণ তুলে দেবে তোমার
হাতে দেশের শাসন।
সে দেশে,অর্থের কারচুপিতে
সিদ্ধ যিনি-অর্থমন্ত্রী
দেশের শত্রু মাঝে
প্রধান যিনি-প্রধানমন্ত্রী
সে দেশে ধার করে ভাই
শোধে রাজা ধারের টাকা
মরে ভূত হলো মানুষ,
লোক দেখানো বৈদ্যি ডাকা
কোন এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে,
উল্টো রথে,উল্টো বেশে।
সে দেশে,অবহেলায় যখন
ফোকলা সংস্কৃতির মাড়ি
অবহেলায় যখন
ফোকলা সংস্কৃতির মাড়ি
বিদেশি চ্যানেল তখন
পৌঁছে যে যায় বাড়ি বাড়ি
আনন্দ,কি আনন্দ
এসে গেছে কোকা কোলা
গেছে সব দেনার দায়ে
বাকি আছে কাপড় খোলা
পায় না খেতে যারা
গাইত খেয়াল,টপ্পা ঝানু
পায় না খেতে যারা
গাইত খেয়াল,টপ্পা ঝানু।
গেয়ে গান হচ্ছে ধনী
রাম,শ্যাম আর কুমার পানু
কোন এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে,
উল্টো রথে,উল্টো বেশে।
পারে না ধরতে পুলিশ
সত্যি অপরাধী,যারা বাড়ছে সুখে
নিরীহ প্রেমিক-প্রেমিকাদের ধরে,
নিচ্ছে টাকা লেকের ধারে
পুজোর মুখে;
এদিকে ধর্ম ধর্ম ধর্ম নিয়ে চলছে বামাল
ধর্মকে তোয়াজ করে
সব শালারাই সাদা বা লাল।
রাজা দেয় প্রতিশ্রুতি
হ্যান কারেগা,ত্যান কারেগা
রাজা দেয় প্রতিশ্রুতি
হ্যান কারেগা,ত্যান কারেগা
করেগা কচু,আসলে ব্যাটা
পকেট ভারেগা।
এতো এক উল্টো দেশের
গল্প শুনলে এতক্ষণ
যদি কেউ এমন দেশের
সন্ধান পাও তখন
জানিয়ে দিও আমায় বলবো
সেই দেশের কথা
ঠিকানা আমার,
কেয়ার অব ফুটপথ নচিকেতা
ঠিকানা আমার,
কেয়ার অব ফুটপথ নচিকেতা
ঠিকানা আমার,
কেয়ার অব ফুটপথ নচিকেতা।

 

Kono Ek Ulto Raja Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *