আজো মধুর বাঁশরি বাজে Aajo Modhur Bashori Baaje

আজো মধুর বাঁশরি বাজে
Aajo Modhur Bashori Baaje
নজরুল গীতি
শিল্পী: মোঃ রফি

 

আজো মধুর বাঁশরি বাজে


(অগ্নিবীণার ঝংকারে ফোটা
তুমি আগুনের ফুল
তোমারি গানের ফুল দিয়ে পূজা করি
কবি নজরুল কবি নজরুল)
আজো মধুর বাঁশরি বাজে
বাজে মধুর বাঁশরি বাজে
[গোধূলি লগনে বুকের মাঝে]-২
মধুর বাঁশরি বাজে
বাজে মধুর বাঁশরি বাজে।
[আজো মনে হয় সহসা কখন
জলে ভরা দু’টি ডাগর নয়ন]-২
ক্ষণিকের ভুলে সেই চাঁপা ফুলে
ফেলে ছুটে যাওয়া লাজে
আজো মধুর বাঁশরি বাজে
বাজে মধুর বাঁশরি বাজে।
হারানো দিন বুঝি আসিবে না ফিরে,
মন কাঁদে যেন স্মৃতির তীরে।
মন কাঁদে মন কাঁদে যেন
হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে যেন স্মৃতির তীরে
তবু মাঝে মাঝে আশা জাগে কেন
আমি ভুলিয়াছি ভোলেনি সে যেন
গোমতীর তীরে পাতার কুটিরে
আজো সে পথ চাহে সাঁঝে।
আজো মধুর বাঁশরি বাজে
বাজে মধুর বাঁশরি মধুর বাঁশরি
মধুর বাঁশরি বাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *