কতগুলো উজবুক পতাকা মাড়ালো Lyrics
Koto Ujbuk Potaka Maralo Lyrics
কতগুলো উজবুক পতাকা মাড়ালো Lyrics
কতগুলো উজবুক পতাকা মাড়ালো
বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো।
পতাকার চেয়ে বড় ফেলানির বুক
সেটা তাক করেছিল কার বন্দুক।
কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার
দেশের বুলেট দেশপ্রেমের খামার।
কার দেশ কার ফ্ল্যাগ কার কাঁটাতার
কোথায় রইল ঝুলে ফেলানি আমার।
পরের জন্মে মেয়ে আমি আর তুমি
ফ্ল্যাগহীন কোনও দেশে খুঁজে পাবো ভূমি।
আমার সঙ্গে গান গাইবে তুমিও
গাইবে অন্য কোনও জন্মভূমিও।।
Koto Ujbuk Potaka Maralo Lyrics
——————-
কবীর সুমন – পরের জন্মে যে ফেলানির বাবা হবে আর আবু সঈদের মতো ঘাতকের সামনে বুক পেতে দেবে।
জয় ভালবাসা!
(কবির সুমন)
৩০, ১১, ২৪ রাত সোয়া নটা।