দরদি সবার সবই তো আছে Lyrics | Dorodi Sobar Sobito Ache Lyrics

দরদি সবার সবই তো আছে Lyrics | Dorodi Sobar Sobito Ache Lyrics

দরদি সবার সবই তো আছে
Dorodi Sobar Sobito Ache
অ্যালবাম: অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে
কথা ও সুর: শামসুদ্দিন হীরা
কণ্ঠ: মনির খান

 

দরদি সবার সবই তো আছে Lyrics


[দরদি সবার সবই তো আছে
আমার আছে কী!]-২
[বুকের মাঝে দুঃখের আগুন]-২
জ্বলছে ধিকিধিকি
দরদি সবার সবই তো আছে
আমার আছে কী!
[মেঘলাকাশে মেঘের পাশে
সোনালি রোদ হাসে,
ঝিলিমিলি আলো সবুজ
পৃথিবীতে আসে]-২
[আমার দুঃখের আঁধার এনে]-২
সুখের ঝিকিমিকি
দরদি সবার সবই তো আছে
আমার আছে কী!
বুকের মাঝে দুঃখের আগুন
জ্বলছে ধিকিধিকি
দরদি সবার সবই তো আছে
আমার আছে কী!
[চাঁদের আলো রাতের কালো
মুছে দেয় যেমন
আমার আঁধার মুছে দিতে
পারো নাকি তেমন?]-২
[বেদরদি হইলে তুমি]-২
কেমনে বেঁচে থাকি!
দরদি সবার সবই তো আছে
আমার আছে কী!
[বুকের মাঝে দুঃখের আগুন]-২
জ্বলছে ধিকিধিকি
দরদি সবার সবই তো আছে
আমার আছে কী?
দরদি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *