তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা | Tomra Jara Aj Amader Vabcho Manus Kina

তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা
Tomra Jara Aj Amader Vabcho Manus Kina
ছায়াছবি: লালু ভুলু (১৯৮৩)
গীতিকার: মাসুদ করিম
সুরকার: সুবল দাস
শিল্পী: খুরশীদ আলম

 

তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা


[তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা? আমরাও মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা]-২
করলো প্রবঞ্চনা
তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা?
[খিদে পেলে আমাদেরও পেটে আগুন জ্বলে
সুখে হাসি দুখে আবার ভাসি চোখের জলে]-২
এই জীবনে আমাদেরও আছে বাসনা
মানুষ নামে বেঁচে থাকার স্বপ্ন-সাধনা।
তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা?
আমরাও মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা
তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা?
[এই শহরে তোমরা থাকো দালানকোঠা পরে
আমরা না হয় কষ্ট করে রোদ বৃষ্টি ঝড়ে!]-২
আছে গাড়ি টাকাকড়ি তোমরা সুখীজন
আমাদেরই দুঃখ দেখে তোমরা হেসো না
তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা?
আমরাও মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা
করলো প্রবঞ্চনা
তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা?

 

Tomra Jara Aj Amader Vabcho Manus Kina

Check Also

Phool Gendwa Na Maro Lyrics

ফূল গেন্দওয়া না মারো Lyrics | फूल गेंदवा न मारो Lyrics | Phool Gendwa Na Maro Lyrics

ফূল গেন্দওয়া না মারো Lyrics फूल गेंदवा न मारो Lyrics Phool Gendwa Na Maro Lyrics …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *