রূপসী এই বুকে জ্বেলেছ আগুন Lyrics
Ruposi Ei Buke Jelecho Agun Lyrics
রূপসী এই বুকে জ্বেলেছ আগুন
Ruposi Ei Buke Jelecho Agun
ছায়াছবি: আত্মত্যাগ
গীতিকার: মোহাম্মদ রফিকউজ্জামান
সুরকার: আলাউদ্দিন আলী
শিল্পী: কুমার শানু ও সাধনা সরগম
রূপসী এই বুকে জ্বেলেছ আগুন Lyrics
রূপসী এই বুকে জ্বেলেছ আগুন
রূপের ঐ তীর ছুঁড়ে করেছ খুন
আমি মরেছি মরে গেছি
প্রেমে পড়েছি পড়ে গেছি
তুমি এনেছ প্রেমের ফাগুন
জ্বেলেছি ঐ বুকে প্রেমেরই আগুন
নয়নের তীর ছুঁড়ে করেছি খুন
তুমি মরেছ মরে গেছ
প্রেমে পড়েছ পড়ে গেছ
আমি এনেছি প্রেমের ফাগুন
রূপসী এই বুকে জ্বেলেছ
আগুন আগুন আগুন।
আহা কিছুটা চাইবার কিছু আশা
এটাই তো ভালোবাসা,
না না ভালোবাসা যে নেশা নেশা
কিছুটা মেলামেশা।
আমি তোমাকেই যাদু করেছি
ঐ অন্তরে ধরেছি গুণ।
রূপসী এই বুকে জ্বেলেছ
আগুন আগুন আগুন।
রূপের ওই তীর ছুঁড়ে করেছ খুন
আমি মরেছি মরে গেছি
প্রেমে পড়েছি পড়ে গেছি
তুমি এনেছ প্রেমের ফাগুন
রুপসী এই বুকে জ্বেলেছ
আগুন আগুন আগুন।
তোমার অঙ্গে জেগেছে তরঙ্গ আজ
এবার ভেঙ্গে যাবে লাজ।
আমার বুকের ভেতরে দুরু দুরু
কি খেলা করলে শুরু।
এই খেলা যে এই জ্বালা যে
দিনে দিনে হয়ে যায় দ্বিগুন।
জ্বেলেছি ওই বুকে
প্রেমেরই আগুন
নয়নের তীর ছুঁড়ে করেছি খুন।
তুমি মরেছ মরে গেছ
প্রেমে পড়েছ পড়ে গেছ
তুমি এনেছ প্রেমের ফাগুন
রূপসী এই বুকে জ্বেলেছ
আগুন আগুন আগুন।
রূপের ওই তীর ছুঁড়ে করেছ খুন
আমি মরেছি মরে গেছি
প্রেমে পড়েছি পড়ে গেছি
তুমি এনেছ প্রেমের ফাগুন
জ্বেলেছি ওই বুকে
প্রেমেরই আগুন আগুন আগুন।