আমি সাধ করে পরেছি গলে Lyrics | Ami Sadh Kore Porechi Gole Lyrics

আমি সাধ করে পরেছি গলে Lyrics

Ami Sadh Kore Porechi Gole Lyrics

 

আমি সাধ করে পরেছি গলে Lyrics

 

আমি সাধ করে পরেছি গলে
শ্যামকলঙ্কের মালা
যায় যাবে কুলমান যাবে
প্রাণ গেলেও ভালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥
সেও পাগল, করেও পাগল
পাগলামি তার খেলা
তার কারণে দুই নয়নে
বহে নদী-নালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥
বাউল আবদুল করিম বলে
শোনো গো সরলা
সে বিনে আর কে খুলিবে
প্রেমবাক্সের তালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥

 

Ami Sadh Kore Porechi Gole Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *