Ke Tomare Chinte Pare Lyircs | কে তোমারে চিনতে পারে

Ke Tomare Chinte Pare Lyircs
কে তোমারে চিনতে পারে

Ke Tomare Chinte Pare Lyircs

শানে মাইজভান্ডী
কে তোমারে চিনতে পারে.
কে তোমারে চিনতে পারে।
তোমার কার্যকর্ম রীতিনীতি.
সব চলেছে আড়েটাড়ে।
যে চিনেছে মওলা তোরে.
পাপ পূর্ণ সে কি করে.
স্বর্গ কি নরকের কথা.
সব রেখেছ ফাকে পরে।
আলহামদ প্রশংসা যত.
সব তোমারে সওগত।
মুহাম্মদের কিবা অর্থ.
এই নামে ডাকিলা কারে।
আপনে নৈরূপ বল.
কার রূপে আদম হল।
তুমি কোথা ছিলে যখন.
সিজদা করে সবে তারে।..
ধরেছ দয়াল নাম.
পুরাও ভবের মনস্কাম.
কেন দয়াল তুমি.
এত দুঃখ দাও আমারে।
চল ছাতুরীর পর্দা খুলে.
অধমেরে লওনা তুলে।
ত্রিজগত ঘুরে আসি.
ধরেছি তোমায় মাইজভান্ডারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *