হৃদি-পদ্মে চরণ রাখো | Hridipadme Charana Rakho | Key Lyrics

হৃদি-পদ্মে চরণ রাখো
Hridipadme Charana Rakho
নজরুল গীতি
কন্ঠ-অনুপ জলোটা



হৃদি-পদ্মে চরণ রাখো

বাঁকা ঘনশ্যাম

বাঁকা শিখী-পাখা

নয়ন বাঁকা বঙ্কিমঠাম(২)

তুমি দাঁড়ায়ো ত্রিভঙ্গে

অধরে মুরলী ধরি

দাঁড়ায়ো ত্রিভঙ্গে(৩)

বাঁকা শিখী-পাখা

নয়ন বাঁকা বঙ্কিমঠাম(২)

সোনার গোধূলি যেন
নিবিড় সুনীল নভে
পীত ধড়া প’রো
কালো অঙ্গে(হরি হে)
পীতধড়া প’রো
কালো অঙ্গে
নীল কপোতসম
রাঙা চরণ দুটি(২)
নেচে যাক অপরুপ ভঙ্গে বধু
নেচে যাক অপরুপ ভঙ্গে
যেন নূপুর বাজে
হরি সেই পায়ে যেন নূপুর বাজে(২)
বনে নয় শ্যাম মনোমাঝে
যেন নূপুর বাজে(২)
ঐ চরণে জড়ায়ে পরাণ আমার(৩)
যেন মঞ্জীর হয়ে বাজে(৩)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *