হাছন রাজায় কয় | Hasan Rajay Koy | দেওয়ান হাছন রাজা

শিরোনাম: হাছন রাজায় কয়
Hasan Rajay Koy
শিল্পী: সেলিম চৌধুরী
গীতিকার: দেওয়ান হাছন রাজা
Artist: Salim Choudhury Album: Ekdin Tor Hoibo Moron
হাছন রাজায় কয়
আমি কিছু নয়রে আমি কিছু নয়,
অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়
হাছন রাজায় কয়
আমি কিছু নয়রে আমি কিছু নয়।।
প্রেমেরি বাজারে হাছন রাজা হইয়াছে লয়,
তুমি বিনে হাছন রাজায় কিছু নাহি সয়,
হাছন রাজায় কয়
আমি কিছু নয়রে আমি কিছু নয়।।
প্রেমে জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয়,
যেদিখে ফিরিয়া চাই বন্ধু দয়াময়,
হাছন রাজায় কয়
আমি কিছু নয়রে আমি কিছু নয়।
তুমি আমি, আমি তুমি ছাড়িয়াছি ভয়,
উন্মাদ হইয়া হাছন নাচিয়া বেড়ায়,
হাছন রাজায় কয়
আমি কিছু নয়রে আমি কিছু নয়,
অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়,
হাছন রাজায় কয়
আমি কিছু নয়রে আমি কিছু নয়।।
হাছন রাজায় কয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *