স্বরলিপি ফেলে তুমি চলে গেলে – Swaralipi Fele Tumi Chole Gele

স্বরলিপি ফেলে তুমি চলে গেলে

Swaralipi Fele Tumi Chole Gele

কথা: গোবিন্দ প্রামাণিক

সুর: কৃষ্ণ গোস্বামী

কণ্ঠ: রামকানাই দাস

 

 স্বরলিপি ফেলে তুমি চলে গেলে

 

[স্বরলিপি ফেলে তুমি চলে গেলে

তানপুরা বাজে বেদনায়]-২

সুরের সাধক ওগো সংগীত পূজারী

গানে গানে প্রণমি তোমায়

স্বরলিপি ফেলে তুমি চলে গেলে

তানপুরা বাজে বেদনায়।

[নিরব জলসা ঘর নেভা বেলোয়ারী ঝাড়

তুমি নিরালায় বসে একা একা]-২

কপিহাউসটা যে আজ শুধুই রয়েছে ফাঁকা

মুকুটটা তো পড়ে আছে তুমিই শুধু নেই

স্বরলিপি ফেলে তুমি চলে গেলে

তানপুরা বাজে বেদনায়।

সুরের সাধক ওগো সংগীত পূজারি

গানে গানে প্রণমি তোমায়

স্বরলিপি ফেলে তুমি চলে গেলে

তানপুরা বাজে বেদনায়।

[শশীকান্ত ভুল বাজায়

তাকে কেউ আর বকে না

জ্যোৎস্না সামলাতে আজ

চাঁদকে কেউ বলেনা]-২

[দুঃখ তোমাকে দুঃখী করেনি

দিয়েছে রাজা করে

সবার হৃদয় মন্দিরে]-২

কাগজ পাথর নয়

হৃদয়ে লেখা নাম

ভুলবে না তোমাকে

শ্রোতারা সবাই

[স্বরলিপি ফেলে তুমি চলে গেলে

তানপুরা বাজে বেদনায়]-২

সুরের সাধক ওগো সংগীত পূজারি

গানে গানে প্রণমি তোমায়

স্বরলিপি ফেলে তুমি চলে গেলে

তানপুরা বাজে বেদনায়

[হায় গো তানপুরা বাজে বেদনায়]-২

 

Swaralipi Fele Tumi Chole Gele

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *