সখি কুঞ্জ সাজাও গো
Sokhi Kunjo Sajau Go
বাউল সম্রাট শাহ আব্দুল করিম
সখি কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।।
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে
যৌবন বসন্তে মন থাকতে চায়না ঘরে ।।
আতর গোলাপ সোয়া-চন্দন আনো যতন করে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে ।।
নয়ন যদি ভুলে সইগো মন ভুলেনা তারে
এগো প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে-দিনে বাড়ে ।।
আসে যদি প্রাণবন্ধু দুঃখ যাবে দূরে
আমারে যেন ছেড়ে যায় না শবক দিও তারে।।
আসিবে আসিবে বলে ভরসা অন্তরে
এ করিম কয় পাই যদি আর ছাড়িবো না তারে।।