শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন ভজিব তোমার রাঙা চরণ
Shri Madhusudana Bipada Bhanjana Bhajibo Tomar Ranga Charan
রাজ্জাক
শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন ভজিব তোমার রাঙা চরণ
শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন
ব্রজের ব্রজানন্দ নারায়ণ
ভজিব তোমার রাঙা চরণ।।
সত্যের হরি তুমি ধনুকধারী
তুমি বৃন্দাবন তুমি শ্যামের বাঁশরী
হরিবল হরিবল ঝরে শুধু চোখের জল
অবিরাম বয়ে যায় আমার দু নয়ন।।
পাঁচ ওয়াক্ত নামাজ ত্রিশটা রোজা
মুসলমানে জেনেছে এই তোমার পূজা
হপ্তা বা সাতদিন পরে গেলা তুমি গির্জার ঘরে
খৃষ্টান করিলে সাঁই কি সুখে স্মরন।।
বুদ্ধের বৌদ্ধ ধর্ম অহিংসা পরম ধর্ম
যোগী ঋষি যোগ সাধনে জঙ্গলে গমন
আল্লাহ কি আলী কালা কি কালী
যত সব দলাদলি তোমারই কারন।।
তাই তোমার স্মরনে ঢোলি খোল কীর্তনে
গানে গানে নাচিতেছি আমরা কয়েক জন
পাপী তাপি যদিও তবু পক্ষ নিও
পাগল রাজ্জাক কে কোলে নিও ছেলেরই মতন।।
Shri Madhusudana Bipada Bhanjana Bhajibo Tomar Ranga Charan