শব্দ ঠোঁটেই মরে যাবে ভাবিনি
Shobdo Thotei More Jabe Bhabini
Gajal
উর্দু কবি আহমদ ইলিয়াসের গজল
————-
শব্দ ঠোঁটেই মরে যাবে ভাবিনি
এমন ঘটনা ঘটে যাবে ভাবিনি
মরুর রোদে একাকী চলব পথ
সঙ্গে চলবে স্মৃতির বৃক্ষ ভাবিনি
যে আয়নাকে আজ করেছি সাফ
সে-ও যে ভেঙে ছড়িয়ে যাবে ভাবিনি
আমার গতি তো থামবে চলতে চলতে
সঙ্গে যে সময়ও যাবে থেমে ভাবিনি
তার হাতে থাকা শব্দ-অহমের ছুরি
নেমে আসবে আমার বুকে ভাবিনি
প্রিয়র শহরে নেই দূঃখ জানার প্রথা
হৃদয় নতুন দুঃখে ভরে যাবে ভাবিনি