শব্দ ঠোঁটেই মরে যাবে ভাবিনি | Shobdo Thotei More Jabe Bhabini | Gajal

শব্দ ঠোঁটেই মরে যাবে ভাবিনি
Shobdo Thotei More Jabe Bhabini
Gajal
উর্দু কবি আহমদ ইলিয়াসের গজল
————-
শব্দ ঠোঁটেই মরে যাবে ভাবিনি
এমন ঘটনা ঘটে যাবে ভাবিনি
মরুর রোদে একাকী চলব পথ
সঙ্গে চলবে স্মৃতির বৃক্ষ ভাবিনি
যে আয়নাকে আজ করেছি সাফ
সে-ও যে ভেঙে ছড়িয়ে যাবে ভাবিনি
আমার গতি তো থামবে চলতে চলতে
সঙ্গে যে সময়ও যাবে থেমে ভাবিনি
তার হাতে থাকা শব্দ-অহমের ছুরি
নেমে আসবে আমার বুকে ভাবিনি
প্রিয়র শহরে নেই দূঃখ জানার প্রথা
হৃদয় নতুন দুঃখে ভরে যাবে ভাবিনি
সবাই খুঁজেছে এখানে নতুন বাঁচার পথ
তুমিও ইলিয়াস যাবে সে পথে ভাবিনি।
শব্দ ঠোঁটেই মরে যাবে ভাবিনি | Shobdo Thotei More Jabe Bhabini | Gajal

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *